সালমা সুলতানার কবিতা "আপন নীড়" - protidinislam.com | protidinislam.com |  
বরিশাল বিভাগ

সালমা সুলতানার কবিতা “আপন নীড়”

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২১ , ৬:১১:২৭ প্রিন্ট সংস্করণ

Spread the love

সালমা সুলতানা

পড়ন্ত এক বেলায়
বসে নদীর তীরে,
জীবনের পাতাগুলো
দেখলাম একটু নেড়ে!!

কোথায় গেল আমার
শৈশব,কৈশোর,সোনার ছেলেবেলা?
কোথায় গেল আমার
যৌবনদীপ্ত জীবন রঙের মেলা?

কোথায় ছিলাম কোথায় এলাম?
যাব কোথায় ফিরে?
কোথায় আমার আপন ঠিকানা?
যাব ফিরে কোন নীড়ে?

আমি যেন এক পথিক
এসেছিলাম অতীতের সাজে,
নিলাম খানিক বিরতি
আসা যাওয়ার মাঝে!!

একদিন যাবো ফিরে
আমার আপন নীড়ে!!
আপনজনেরাও যাবে ভুলে
বাস্তবতার ভিড়ে!!

বহমান নদীও একদিন যাবে থেমে
দিন শেষে পাখিরা যাবে নীড়ে,
বেলা শেষে সূর্যও যাবে ডুবে
মাঝি তার নৌকা নিয়ে পৌছবে তীরে!!

জীবনও একদিন যাবে থেমে
আসবে সেই শেষ বেলা!!
চিঠি আসবে জীবন খামে
মরহুম হবে নামে!!!

আরও খবর

Sponsered content

ENGLISH