সালমা সুলতানার কবিতা "গন্তব্য" - protidinislam.com | protidinislam.com |  
বিনোদন

সালমা সুলতানার কবিতা “গন্তব্য”

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২২ , ৮:৪৫:৩২ প্রিন্ট সংস্করণ

Spread the love

সালমা সুলতানা

পথ চলতে চলতে একদিন থেমে যাবে পথ চলা,
পৌঁছে যাব নিজ গন্তব্যে!!

আর কোনদিন নীরবে নির্জনে পাশে বসে,
হাতে হাত রেখে বলা হবে না
মনের জমানো কথাগুলো!!

সরিষা ফুলের সান্নিধ্যে বয়ে যাওয়া
আঁকাবাঁকা মেঠো পথে,
আর কখনো হবে না পথ চলা একসাথে!!

খোলা বাতায়নে উড়ে আসা মিষ্টি সমীরন
আর কখনো আমায় পুলকিত করবে না!!

তোমার বুকে মাথা রেখে জানালার ফাঁক দিয়ে আর দেখা হবে না,
তারাদের মেলা!
দেখা হবে না মেঘেদের ভেলা!

রিমঝিম বৃষ্টির আওয়াজ আমায়
আর মুগ্ধ করবে না!!

সুউচ্চ পাহাড়ে হবেনা আমার কন্ঠের প্রতিধ্বনি,
সমুদ্রের ঢেউ আর আমায় ডাকবেনা হাত ইশারায়!!

আর কোনদিন হবে না
তোমার মনের সাথে আমার মনের উষ্ণ আলিঙ্গন!!

সব কোলাহল থেমে যাবে!!
মান অভিমানের পালা শেষ হবে!!

সেদিন কি থাকবে তোমার হৃদয়ের ডায়েরিতে লেখা,
আমার এই নামটি?

নাকি সময়ের সাথে সাথে
আমার নামের প্রতিটি অক্ষর
একটি একটি করে মুছে যাবে
কালের আবরণে?

ENGLISH