সালমা সুলতানার কবিতা "বেলাভূমি" - protidinislam.com | protidinislam.com |  
বিনোদন

সালমা সুলতানার কবিতা “বেলাভূমি”

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২২ , ৩:১৮:০৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

সালমা সুলতানা

কাশফুলের বুক চিরে বয়ে যাওয়া যমুনা নদী,চারপাশে ধুধু বালুচর মাঝখানে আমার জন্মস্থান,জন্ম ভূমি।
এ যেন আমার প্রিয় বেলাভূমি!!

বহুদিন আগে ফেলে এসেছি যাকে,
মাঝ হৃদয়ে ধারণ করি আজও তাকে!!

সেই ধান ক্ষেতের সবুজ সমহার!এঁকেবেঁকে বয়ে যাওয়া মেঠো পথ,
সরিষা ফুলের হলুদ বাহার!

চিক চিক বালুচরে বাঙ্গি, চিনাবাদাম, তিল, কাউনের আবাদে সবুজ হয়ে উঠতো ধূসর মরুভূমি।

বর্ষার মৌসুমে চারদিকে থৈথৈ করতো পানি,
সেই পানি মাঝে মাঝে ঘরের চৌকিটাকে ছুয়ে যেতে ভুল করতো না!

ডুবসাঁতারে কেটে যেত সারাদিন, কলার ভেলা, ডিঙি নৌকায় যেতাম এপার ওপার!
দুয়ার পেতে,বর্শীর ছিপে মাছ ধরার আনন্দ ছিলেো যেন এক অপার!

সন্ধ্যা হলে ভেসে আসত দূরের মসজিদ থেকে ঐ আজানের সুর
অন্ধকারে আলো দিতে জোনাকির নুর!!

কাঁসার প্রদীপ জ্বালিয়ে পড়তে বসতাম আমরা।
রাখাল আর কামলাদের গল্পে মুখরিত হয়ে উঠত আমাদের ঘরের বারান্দা।
সোনার ধানে ভরে উঠত আমাদের বাড়ির উঠান।
গোয়ালের গরু গুলো তা দেখে যেন করতো আনচান!

উঠানে ধানের মলন হত
সেই মলনে গরুর পিছনে পিছনে ঘুরতাম কত!!

লাঙ্গল,জোয়াল,চগো,লরি,দড়ি,কাচি,পাচন,এই শব্দ গুলো এখন শুধুই অতীত শুধুই স্মৃতি!!

শুনেছি আমার সেই প্রিয় বেলাভূমি
এখন আর আগের মতো নেই, সেখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে!

বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে গ্রাম, ঘরে ঘরে ছেলেমেয়েরা লেখাপড়া করে,
ভাঙা-গড়ার জীবনে কিছুটা হলেও উন্নয়নের ছোঁয়া পেয়েছে আমার আপন জনেরা!!

হে প্রিয়! বেলাভূমি ইচ্ছে করে যাই ফিরে তোমার সেই নীড়ে!
ইচ্ছেগুলো কেন থমকে দাঁড়ায় বাস্তবতার ভীরে??

ENGLISH