সালমা সুলতানার কবিতা "বেলা শেষে " - protidinislam.com | protidinislam.com |  
বিনোদন

সালমা সুলতানার কবিতা “বেলা শেষে “

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২১ , ৮:৪১:১২ প্রিন্ট সংস্করণ

Spread the love

সালমা সুলতানা
আমিও ছিলাম স্বপ্ন কন্যা
সোনালী অতীতের রঙিন দিনে
রূপ যৌবনে ছিলাম আমি অনন্যা।
চোখে কাজল, পায়ে নুপুর, কালো কেশ
মেঘ বালিকা হয়ে ছুটতাম
জীবন ছিল আমার বেশ।
সানাইয়ের সুরে পালকি চড়ে এসেছিলাম বধু সাজে
কত কল্পনা,কত সাধনা,ছিল আমার মনের মাঝে।
ছিলাম কন্যা,হলাম বধু
হলাম আমি মা জননী
দিন বদলের পালা শেষে
কেটে গেল কত দিন,কত রজনী।
জীবন নদীর মোহনাতে
আমি এক সারথি
শেষ বিকেলে পৌঁছে গেছে
আমার জীবন চলার গতি।
বেলা শেষে আমি এখন
কোন পথের যাত্রী?
এই ভেবে ব্যাকুল আমি
কাটে না দিন রাত্রি।

আরো পড়ুনঃ

মল্লিকা রত্নার “প্রকৃতির ডাক”

কবি এবি ছিদ্দিকের কবিতা “নামের ক্লেশ”

আরও খবর

Sponsered content

ENGLISH