হেমন্তের আগমন - protidinislam.com | protidinislam.com |  
ঢাকা বিভাগ

হেমন্তের আগমন

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২১ , ৩:২৭:৫৭ প্রিন্ট সংস্করণ

Spread the love

মাহ্জাবীন আহমেদ

কোয়াশার চাদর জড়ায়ে গুটি গুটি পায়
মৃদু হিমেল হাওয়ায় শীতের বারতায়
হেমন্ত ফিরে এলো আবার
শিশিরের ভেজা শীতল জামা গায়।

সবুজ ঘাসের বুকে
নবীণ ধানের শিষে
হিরের চমক ঝরিয়ে
শিশির পড়ে যে গড়িয়ে।

কচি কলাপাতায় আর
সূর্যমূখীর গায়
ভেজা পরশ দিয়ে
সে নিজেকে লুকায়।

রোদের প্রখড়তায়
দেয় শস্যে সজিবতা
বিলিয়ে নিজেকে শিশির
করে বিলাসিতা।

শীতের শুষ্কতায়
মিশে ধূলি কণায়
আকাশ থেকে এসে
সে ধরাতে লোটায়।

শ্রাবণও ধারায়
প্রকৃতি বরষা ঝরায়
তরুলতা পথ ঘাট
শিশির কে ভুলে যায়।

ক্ষুদ্র হলেও কিছু ঋণ
তবুও রেখে যায়
নদীজলে মিশে গিয়ে
নিজেকে বোঝায়
ঝরে পড়া ছাড়া আর
আছে কি উপায়।

আরও খবর

Sponsered content

ENGLISH