৭৩ রানের লিড বাংলাদেশের, হাতে আরো ৪ উইকেট - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

৭৩ রানের লিড বাংলাদেশের, হাতে আরো ৪ উইকেট

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২২ , ১২:৪৫:৫০ প্রিন্ট সংস্করণ

Spread the love

স্পোর্টস ডেস্কঃ মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ।

নান্দনিক টেস্ট ব্যাটিংয়ে প্রথম ইনিংসের লিডটাকে আরো বড় করছে মুমিনুলবাহিনী।

নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪ উইকেটে ৪০১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। ইয়াসির আলী রাব্বি ১১ ও মেহেদি হাসান মিরাজ ২০ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ এরই মধ্যে ৭৩ রানের লিড নিয়েছে, হাতে আছে আরো ৪টি উইকেট।

এর আগে ২ উইকেটে ১৭৫ নিয়ে আজকের খেলা শুরু করে বাংলাদেশ দল। আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় সাজঘরে ফিরেছেন ৭৮ রানে।

সুবিধা করতে পারেননি মুশফিকুর রহীমও। ১২ রান করে দলীয় ২০৩ রানের মাথায় আউট হন তিনি।

মুশির বিদায়ের পর দলকে ১৫৮ রানের জুটি উপহার দেন লিটন দাস ও মুমিনুল হক। ২৪৪ বলে ১২টি চারের সাহায্যে ৮৮ রানের ইনিংস খেলে ট্রেন্ট বোল্টের শিকার হন বাংলাদেশ অধিনায়ক।

এলবিডাব্লিউ থেকে বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। লিটন দাসের অবস্থাও একই। তিনিও শতক হাতছাড়া করেছেন, সাজঘরে ফিরেছেন ৮৬ রান করে।

কিউইদের পক্ষে নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট তিনটি করে উইকেট দখল করেছেন

আরও খবর

Sponsered content

ENGLISH