৭.৮ মাত্রার ভূমিকম্প, ৪ দেশে সুনামি সতর্কতা - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

৭.৮ মাত্রার ভূমিকম্প, ৪ দেশে সুনামি সতর্কতা

  প্রতিনিধি ১৯ মে ২০২৩ , ৫:৩১:১৩ প্রিন্ট সংস্করণ

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ কারণে নিউজিল্যান্ড, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) আঘাত হানা এ ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭ দশমিক ৮। সিএননের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ফিজি, ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়ার মধ্যে অবস্থিত উপকূলের এক হাজার কিলোমিটার স্থানজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৩৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি উৎপত্তি হয়।

এদিকে হাওয়াই জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, তাদের দেশে বর্তমানে সুনামির শঙ্কা নেই।

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (এনটিডব্লিউ) জানিয়েছে, ভানুয়াতু, ফিজি, কিরিবাতি ও নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় উপকূলে সুনামিতে ৩ মিটার পর্যন্ত ঢেউ তৈরি হতে পারে।

আরও খবর

Sponsered content

ENGLISH