"আবার যদি দেখা হয়" - protidinislam.com | protidinislam.com |  
বিনোদন

“আবার যদি দেখা হয়”

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২২ , ৮:১৪:০৭ প্রিন্ট সংস্করণ

Spread the love

সালমা সুলতানা

আজ থেকে কুড়ি বছর পরে যদি দেখা হয় তোমার সাথে!!
শ্রাবণের কোন সন্ধ্যায়,
বা বসন্তের কোন পড়ন্ত বিকেলের
গোধূলি লগ্নে!!
অচেনা নিরিবিলি কোন মেঠোপথে,
হঠাৎ দেখা হল তোমার সাথে,
চিনবে আমায়?

থাকবেনা পায়ে নুপুরের ছন্দ,
রেশমি চুড়ির ঝনঝন শব্দ,
পড়া হবেনা চোখে কাজল,
সাদা গোলাপের শোভা পাবে না খোপা,
থাকবেনা কপালে কালো টিপ,
তবে আমায় চিনবে কি তুমি?

কালো কেশে কিছুটা শুভ্রতার ছাপ পড়ে যাবে,
চোখ তার সৌন্দর্য হারাবে,
চোখের নিচের কালো ছাপে,
মলিনতা ডেকে দিবে চেহারার সৌন্দর্যকে,
তখন পারবে কি আমায় চিনতে?

ডাকবে কি আমায় নামটি ধরে?
নাকি বিস্ময়ের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে নামিয়ে নেবে চোখ?
হাটতে শুরু করবে ওই দূর দিগন্তে বয়ে যাওয়া পথটি ধরে নিজ গন্তব্যে!!

ENGLISH