গোপা ভট্টাচার্য্যের কবিতা "শেষ বাঁশি" - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

গোপা ভট্টাচার্য্যের কবিতা “শেষ বাঁশি”

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ৯:০৪:০১ প্রিন্ট সংস্করণ

Spread the love

গোপা ভট্টাচার্য্য

যে আকাশ জোছনা মাখানো ছিল এতদিন,
সে আজ বিবর্ণ ধূসর,
যে শীতল বায়ু,শিহরণ জাগিয়েছিল তনু – মনে,সেও আজ গতিহীন অচল।

বিদায়ের শেষবেলায় এসে দাঁড়ায় উদাসী মন,নিঃসঙ্গতার বেদন সুর বাজে অন্তরপুরীর দরবারে,
দুর্নিবার গর্জনে কেঁপে ওঠে চারিধার।
ভীত মেঘের চোখে অশ্রুজল।

অদম্য ইচ্ছেরা মূর্ছা যায়,
ধুলোময় ভাঙ্গা পথ ধরে সময় মিলিয়ে যায় দিগন্তের ওপারে।
শূন্যতায় বুজে যাওয়া শ্রাবণীর দু’চোখে ক্লান্তি নেমে আসে,
শেষ অভিসারের রাতে,
অস্ফুট স্বরে বলে ওঠে,বিদায় ..।।

ENGLISH