ভাঙনের বিলাপ - protidinislam.com | protidinislam.com |  
ঢাকা বিভাগ

ভাঙনের বিলাপ

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২১ , ৭:০৭:৫৪ প্রিন্ট সংস্করণ

Spread the love

মাহ্জাবীন আহমেদ

কার বিলাপ শুনবে?
বদ্ধকূপে কানপেতে জলের কি ক্রন্দন শুনতে চাও মগ্ন মন!
গোপনে তাকাও ,
শুনতে কি পাও?
বিশাল সমুদ্র বুকে ব্যথার উর্মিমালা করে গর্জন।

কি শোক খুঁজ?
যেখানে নীলাভ স্রোত সবুজ আভা মিশ্রিত ঢেউএ ভাঙে শীতল সাগর বুক,
স্পর্শহীন অনুভূতি কি বোঝে?
অজস্র জলরাশির ফোটায় ফোটায় লোনা জলের বাধে বাধা দুই চোখ!

কি দেখবে চেয়ে?
ভাঙনের ঝড় আসে ধেয়ে,
নদীর একূল ভাঙে ওকূল ভাঙে,ভাঙে তীর অস্থির ভেজা ভেজা ঢেউ,
হৃদয় মন-মন্দির,ভেঙে যখন চৌচির
সে ভাঙন দিবা চোখে দেখেছে কি কেউ!

আরও খবর

Sponsered content

ENGLISH