রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ নয়, পরীক্ষা স্থগিত - protidinislam.com | protidinislam.com |  
রাজশাহী বিভাগ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ নয়, পরীক্ষা স্থগিত

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২১ , ৮:৩৮:০০ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়নি।

শুধুমাত্র চলমান পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান। এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চলমান পরীক্ষা পরর্বতী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আরও বলা হয়, শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিন্ডিকেট (বিশেষ) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে সাময়িক বরখাস্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আরও খবর

Sponsered content

ENGLISH