বারংবার মরন - protidinislam.com | protidinislam.com |  
রাজশাহী বিভাগ

বারংবার মরন

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৪ , ৭:১০:৩৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

সালেহা মুক্তা

রক্তাক্ত দেহখানা চোখের সামনে
নিস্তব্ধতা আমায় গ্রাস করেছে!
কখন,কিভাবে নিজের অজান্তে
জানি না নিজেও!
চোখের কোণায় জল,
নির্মমতা আমাকে পরিহাস করে বলছে
বলতো এই লজ্জা কার?
নির্বাক চেয়ে আছি
চোখ দুটো অশ্রুসজল,
পিনপিন করে মনে হচ্ছে
বুকের ভিতরটা রক্তক্ষরণ হচ্ছে!
যন্ত্রণা! অসহ্য যন্ত্রণা
আমি মরি,বার বার মরি,
যতবার নতুন ঘটনার জন্ম হয়
ততবার আমার মরণ হয়!
তবে এ মরণ মানে
একেবারে চলে যাওয়া নয়!
আমি অন্য রুপে ফিরে আসা
এ মরণ মানে নতুন ঘটনা শুনে
কিছুদিন অন্য জগতে থাকা!
আমি আমার হয়ে
বার বার জীবন ফিরে পাই!
এক একটি নতুন ঘটনার জন্ম হয়
আমার আবার মরণ হয়,
এভাবে আমি আমার পৃথিবীতে
বারংবার ফিরে আসি!

আরও খবর

Sponsered content

ENGLISH